শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলায় বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অন্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ড. শাহদীন মালিকসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। বিবৃতিতে বলা হয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিচারিক আদালত। মামলাটি দায়েরের আগে পরে এ বিষয়ে যেভাবে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন এবং এই মামলায় প্রথম আলোর সম্পাদককে যেভাবে সম্পৃক্ত করা হযেছে তাতে মামলাটি আমাদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়েছে। এই মামলায় সমন জারি করে বিচারকাজ পরিচালনার সুযোগ থাকা সত্ত্বেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাপ্তাহিক ছুটির মাত্র কয়েক ঘণ্টা আগে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে উচ্চ আদালতে প্রতিকার চাওয়ার সুযোগকে সীমাবদ্ধ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশে বাকস্বাধীনতার ওপর একের পর এক  যেসব আঘাত আসছে তা থেকে এই মামলাটি পৃথক করে  দেখার কোনো অবকাশ নেই। আমরা এই মামলায় প্রথম আলোর সম্পাদকসহ সব অভিযুক্তের পরিপূর্ণ আইনগত প্রতিকার ও সম্পূর্ণ প্রভাবমুক্ত ন্যায়বিচার পাওয়ার অধিকার অবারিত রাখার দাবি জানাচ্ছি। এ ধরনের মামলাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাকে রুদ্ধ করার কাজে ব্যবহার করার চেষ্টা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে  স্বাক্ষরকারীরা  হলেন- ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, হামিদা হোসেন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, জেড আই খান পান্না, অধ্যাপক তোফায়েল আহমেদ, ড. শাহদীন মালিক, জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদ, খুশী কবির, অধ্যাপক সুমাইয়া খায়ের, ড. সি আর আবরার, অধ্যাপক আলী রীয়াজ, অধ্যাপক শাহনাজ হুদা, অধ্যাপক স্বপন আদনান, অধ্যাপক আসিফ নজরুল, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, রেহনুমা আহমেদ, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক ফেরদাউস আজিম, ড. শহিদুল আলম, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ফরিদা আখতার, অধ্যাপক পারউইন হাসান, শিরীন হক, মালেকা বেগম, মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক সাঈদ ফেরদৌস, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ড. ফসটিনা পেরেরা, ওমর তারেক চৌধুরী, নায়লা জামান খান, জাকির হোসেন, নূর খান লিটন, গোলাম  মোর্তোজা, হাসনাত কাইয়ুম, রেজাউর রহমান লেনিন,  অরূপ রাহী, হাসিবুর রহমান, সিনথিয়া ফরিদ, হানা সামস আহমেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর