বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নির্বাচনে কেউ বিশেষ সুবিধা যেন না পায়

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে কেউ  বিশেষ সুবিধা যেন না পায়

মুহাম্মদ ছহুল হোসাইন

সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব সব পক্ষকেই নিতে হবে। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, আইন              শৃঙ্খলাবাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশনকে নজর রাখতে হবে কেউ যেন বিশেষ সুবিধা না পায়। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছে। এখন পর্যন্ত প্রচারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটের দিন যেন এ উৎসবমুখর পরিবেশ বজায় থাকে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিরাপত্তার বিষয় সমন্বয় করতে হবে। ইভিএম বিষয়ে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, ইভিএম ভোটে আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু বিষয়টি নতুন হওয়ায় জনমনে অনেক প্রশ্ন আছে। নির্বাচন কমিশনের উচিত ছিল ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষের মনের ধোয়াশা দূর করা। এর পর ইভিএম ভোটে উৎসাহিত করে ভোটের আয়োজন করা। তাহলে কোনো ধরনের প্রশ্নের অবকাশ থাকত না।

সর্বশেষ খবর