শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এই রায় একটা নৈতিক বিজয়

নিজস্ব প্রতিবেদক

এই রায় একটা নৈতিক বিজয়

মো. তৌহিদ হোসেন

সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক বিচারিক আদালতের অন্তর্বর্তীকালীন (আইসিজে) এই রায় নৈতিক বিজয়। এতে বিজয়ী হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী, গাম্বিয়া এবং কিছুটা বাংলাদেশও। মিয়ানমার যে খোঁড়া যুক্তিগুলো তুলে ধরেছিল তা খারিজ করে দিয়েছে আদালত। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, মিয়ানমারের প্রতি আইসিজে কিছু নির্দেশনা দিয়েছে। আর যেন এমন পদক্ষেপ মিয়ানমার না নেয়, যাতে গণহত্যার ঘটনা ঘটে। রোহিঙ্গাদের ওপর যেন আর নির্যাতন না হয়। তাদের সুরক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে। এর ফলে পরোক্ষভাবে বলা হলো যে, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ ঘটনা। মো. তৌহিদ হোসেন বলেন, এই রায়ের পরে দেখতে হবে মিয়ানমারের বন্ধু রাষ্ট্রগুলো তাদের সভ্য জগতে ফেরার চেষ্টা করার পরামর্শ দেয় কিনা। তবে বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া। বিচার সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে। বিচারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্পর্ক ভিন্ন। বিচারের রায়ে গণহত্যা প্রমাণ হলেই তো আর পরের দিন রোহিঙ্গারা ফিরে যাবে না। এটার প্রক্রিয়া আলাদা। তবে বিচারিক প্রক্রিয়ায় এই অন্তর্বর্তীকালীন রায় মাইলফলক। রায় নির্যাতিত মানুষের পক্ষে আসাটাই আমাদের জন্য সন্তুষ্টির বিষয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর