বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিরোধীদের অনুপস্থিতিতে ভোট প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

বিরোধীদের অনুপস্থিতিতে ভোট প্রশ্নবিদ্ধ

ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে বিরোধী পক্ষের দৃশ্যমান অনুপস্থিতি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার মতে, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার ও নির্বাচন ব্যবস্থাপনার পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ঢাকা সিটি নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের লিখিত জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন ব্যবস্থা ব্যর্থ হলে ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়। সেই অবস্থা কোনোভাবেই কাম্য নয়। দেশের এই ক্রান্তিলগ্নে সব রাজনৈতিক দল আলোচনার টেবিলেই নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। তা না হলে অনিশ্চিত গন্তব্যের পথে পা বাড়াবে বাংলাদেশ।’

ঢাকা সিটি ভোটের আগেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন এই নির্বাচন কমিশনার। তখন ৫০ ভাগের কম ভোট পড়লে পুনর্নির্বাচনের দাবিও তুলেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর