বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের ভাষণ নিয়ে তোলপাড়

ট্রাম্পের ভাষণ নিয়ে তোলপাড়

মার্কিন কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগে রীতি অনুযায়ী ট্রাম্প তার বক্তৃতার একটি কপি হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার পেলোসির হাতে তুলে দিয়েছিলেন। সেসময় এ শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাত বাড়িয়ে দিলেও তার সঙ্গে হাত মেলাননি ট্রাম্প। এরই জের ধরে ট্রাম্পের ভাষণের কপি ছিঁড়ে ফেলেন স্পিকার। রয়টার্স। স্থানীয় সময় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবরে বলা হয়, ভাষণ শেষে স্পিকার পেলোসি ট্রাম্পের ওই আচরণের শোধ তোলেন। বক্তৃতা শেষে ট্রাম্প যখন রিপাবলিকান আইনপ্রণেতাদের জানানো অভিবাদনের জবাবে হাততালি দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই পেছনে দাঁড়ানো প্রতিনিধি পরিষদের স্পিকারকে গোমড়া মুখে প্রেসিডেন্টের ভাষণের কপি দ্বিখন্ডিত করতে দেখা গেছে। খবরে আরও বলা হয়, ভাষণের কপি দেওয়ার সময় পেলোসি ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলেও প্রেসিডেন্ট তাতে সাড়া দেননি। হতচকিত পেলোসি এরপর কংগ্রেসে প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেওয়ার রীতিও এড়িয়ে যান। এরপর ট্রাম্পের ভাষণ শেষ হলে পেলোসি দাঁড়িয়ে তাকে দেওয়া প্রেসিডেন্টের ভাষণের কপির পাতাগুলো ছিঁড়ে দুই টুকরো করে টেবিলে ফেলে রাখেন। পরে নিজের এ আচরণের ব্যাখ্যাও দিয়ে তিনি বলেন, ‘অন্য বিকল্পের চেয়ে, এটিই ছিল সবচেয়ে মার্জিত উপায়’।

সর্বশেষ খবর