তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পঁচাত্তরে রাজনীতিতে পরাজিত করতে না পেরে কিছু মানুষ ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আজও অনেকে চক্রান্তের পথে হাঁটছে। শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে, নেতৃত্বের গুণাবলির কাছে, দূরদৃষ্টির কাছে পরাজিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ প্রচ- হোঁচট খেয়েছে। রাজনৈতিকভাবে পরাজিত করতে না পেরে তারা ষড়যন্ত্রের পথে হাঁটছে। বিএনপি ও তার দোসররা রাজনীতিতে পরাজিত হয়ে ১/১১ এর কুশীলবদের সঙ্গে হাত মিলিয়েছে। তারা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের উদ্দেশ্য আওয়ামী লীগকে পরাজিত করা নয়। যে কোনো উপায়, ওয়ান ইলেভেন বা পঁচাত্তরের মতো করে হলেও শেখ হাসিনাকে বিদায় করতে চান তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী রচিত ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় এবং বইটির প্রকাশক ভাষাচিত্র প্রকাশনী আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন লেখক অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ। তথ্যমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের মাধ্যমে বিরাজনীতিকরণের প্রচেষ্টা করা হয়েছিল। প্রচেষ্টা ছিল রাজনীতিকদের জনসম্মুখে হেয়প্রতিপন্ন করা, বিরাজনীতিকরণ করা, মানুষকে রাজনীতিবিমুখ করা। তবে এখনো বিরাজনীতিকরণের প্রচেষ্টা চলছে। হাছান মাহমুদ আরও বলেন, কিছু পত্র-পত্রিকায় প্রায়ই রাজনীতিকদের চরিত্র হননের চেষ্টা থাকে। বিরাজনীতিকরণের প্রচেষ্টায় যারা লিপ্ত ছিল তারা এখনো সক্রিয়। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। এক এগারোয় গ্রেফতারের পর শেখ হাসিনার মুক্তিতে শুধু তিনিই মুক্তি পাননি, তার হাত ধরে দেশের গণতন্ত্রও প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশ সমৃদ্ধির পথে হাঁটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বের অনুকরণীয় রাষ্ট্রনায়ক। সাইফুল আলম বলেন, বইটির কোথাও মিথ্যার আশ্রয় নেই। ওয়ান ইলেভেনের জন্য দলিল হয়ে থাকবে এ বই। নঈম নিজাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা লালন করলে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়েই যাবে। ভুলকে ভুল বলতে হবে, অন্যায় অসঙ্গতির কথা তুলে ধরতে হবে আমাদের। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে সবার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন, তার কন্যা ভোট ও ভাতের অধিকার দিয়েছেন। এ জায়গাগুলো রক্ষা করতে হবে। সৈয়দ বোরহান কবীর বলেন, জনগণের মতামত উপেক্ষা করে, জবরদখল করে ক্ষমতায় থাকলে যে গণতন্ত্র নষ্ট হয় তার বড় প্রমাণ ওয়ান ইলেভেন। সংকটের শুরু হয়েছিল সেখান থেকেই। ওয়ান ইলেভেনের মাধ্যমে রাজনীতিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা ছিল।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
প্রকাশনা অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ
এখনো প্রচেষ্টা চলছে বিরাজনীতিকরণের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর