সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মানব পাচারের অভিযোগ দুদক তদন্ত করুক

নিজস্ব প্রতিবেদক

মানব পাচারের অভিযোগ দুদক তদন্ত করুক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। কোনো দুর্নীতিকেই প্রধানমন্ত্রী আশ্রয়-প্রশ্রয় দেননি। লক্ষ্মীপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র এমপি কাজী শহিদুল ইসলামের বিরুদ্ধে কুয়েতে মানব পাচারের কোনো অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশন-দুদকের প্রতি আহ্বান থাকবে তদন্ত করে দেখুন। সত্যতা পাওয়া গেলে সে যেই হোক ব্যবস্থা নেবে সরকার। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে সড়ক মন্ত্রী বলেন, কাজে গতি আনতে মন্ত্রিসভায় সামান্য রদবদল করা হয়েছে। এই পরিবর্তনে কোনো মন্ত্রীকে ছোট করা হয়নি। এটা গতানুগতিক, স্বাভাবিক নিয়ম। তবে আপাতত মন্ত্রিসভায় আর রদবদল নয়।

ওবায়দুল কাদের বলেন, কাজের গতির জন্য সম্প্রসারণটা হচ্ছে। হয়তো আমি যে জায়গায় আছি প্রধানমন্ত্রী মনে করছেন, আমাকে অন্য আরেকটা স্থানে দিলে পারফরমেন্সটা আরও ভালো হবে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর কোনো ডিমোশন হলো কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা ডিমোশন-প্রমোশনের কোনো বিষয় না; মন্ত্রী মন্ত্রীই। মন্ত্রণালয় মন্ত্রণালয়ই। গৃহায়ণমন্ত্রী যে মন্ত্রণালয়টা পেয়েছেন সেটা তো এখন সারা বিশ্বে বেশ ভালো পজিশনে আছে। মাছ রপ্তানিতে আমরা খুবই বর্ধমান। মাছের আয়ের ক্ষেত্রে দেশের পজিশন অনেক হাই। সেদিক থেকে বিচার করলে এই মন্ত্রণালয়কে খাটো করে দেখা যায় না। বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্যারোল মুক্তির বিষয়ে পর্দার আড়ালে কিছু হচ্ছে না বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ব্যাপারে বিএনপি মহাসচিব ফোন করতে পারেন এবং এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। তিনি ফোন করে বিষয়টি মানবিক বিবেচনায় দেখতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জামিনের জন্য প্যারোলের আবেদন করলে শর্ত বিবেচনায় বিষয়টি ভাবা হবে। তবে খালেদার জামিন নিয়ে বিএনপি দ্বিমুখী আচরণ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর