বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আমি ডিফারেন্ট, কথা কম কাজ বেশি

নিজস্ব প্রতিবেদক

আমি ডিফারেন্ট, কথা কম কাজ বেশি

কম কথা বলা এবং বেশি কাজ করা পছন্দ করেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। সে ক্ষেত্রে নিজেকে তিনি অন্যরকম বলেও উল্লেখ করেন। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নাগরিক সংলাপে  মেয়র আতিকুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি ডিফারেন্ট, কথা কম কাজ বেশি করতে পছন্দ করি’। নাগরিক সংলাপে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগর বিশেষজ্ঞ নজরুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের সাবেক ডিন শহীদুল আমিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, বেসরকারি গবেষণা সংস্থার সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। ‘জলবায়ু পরিবর্তন, নগর দরিদ্রের আবাসন : নগর কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক এই সংলাপে বক্তারা ঢাকা শহরে বস্তিবাসীর অবস্থা, আবাসন সংকট, জনস্বাস্থ্যগত সমস্যা, ঢাকার বাসযোগ্যতা হারানোসহ নানা তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। কোনো ব্যবস্থা না নিলে জলবায়ু পরিবর্তনের কারণে এসব সমস্যা আরও বাড়বে বলেও তারা শঙ্কা প্রকাশ করেন। আতিকুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, বস্তিবাসী আমাদের অবিচ্ছেদ্য অংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর