বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মানুষ সাধারণ চিকিৎসা পাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

মানুষ সাধারণ চিকিৎসা পাচ্ছে না

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সংকট সৃষ্টি হয়েছে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীরা করোনাবিরোধী যুদ্ধে ‘ফ্রন্টলাইনে’ যোদ্ধা। তাদের সুরক্ষাবিধানের ব্যবস্থা করে দেশের এ চিকিৎসা সংকট দূর করতে হবে। করোনা সংক্রমণের কারণে মানুষ সাধারণ চিকিৎসা পাচ্ছে না। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, প্রাইভেট চেম্বার, ক্লিনিকও বন্ধ করা হচ্ছে বলে জানা যায়। এ অবস্থায় করোনার বাইরে অন্য সাধারণ ও জটিল রোগীরা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা, অদক্ষতা, অবহেলা ও নেতৃত্বের অভাব, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরাপত্তাবোধের অভাব কারণ। অতীতে এ ধরনের দুর্যোগমুহূর্তে বিএমএকে যে অগ্রণী ভূমিকা নিতে দেখা যেত তা এখন দেখা যাচ্ছে না। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অবজ্ঞা করে স্বাস্থ্যসেবা যেমন চলতে পারবে না, তেমনি তাদের নিজেদের পেশার নৈতিক দায়িত্ব রয়েছে। দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন যাতে চিকিৎসক, স্বাস্থ্যককর্মী ও সাধারণ মানুষ সবার মধ্যে আস্থার সৃষ্টি হয়।

সর্বশেষ খবর