করোনাভাইরাসের প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বাধীন জাতীয় কমিটি অকার্যকর প্রমাণিত হয়েছে বলে অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে জানানো হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি প্রধানমন্ত্রীর কাছে ১৯ এপ্রিল এ বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বিপুলদেহী জাতীয় কমিটি অকার্যকর প্রমাণিত হয়েছে। দীর্ঘ চার মাস সময় নষ্ট হয়েছে। কিন্তু করোনা চিকিৎসাসেবার প্রস্তুতি আশানুরূপ সম্পন্ন হয়নি। এখন যখন কমিউনিটি টান্সমিশন বেড়ে চলেছে, তখন মানহীন পিপিই, মাস্ক ও সরবরাহের স্বল্পতার কারণে প্রথম ধাক্কাতেই ১০৭ জন চিকিৎসক, ৬৫ জন নার্সসহ ১২১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। ৮ মার্চ করোনা রোগী শনাক্ত করার পরের ৪২ দিনে বাংলাদেশের সংক্রমণের হার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানের থেকেও বেশি। সুতরাং আত্মতৃপ্তি ও অসত্য সান্ত¡নার কোনো অবকাশ নেই। এতে আরও জানানো হয়, ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে ‘জাতীয় টাস্কফোর্স’ গঠন করুন। এই টাস্কফোর্স স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, প্রধানমন্ত্রীর কাছে সরাসরি জবাবদিহি করবে, তাকে পরামর্শ দেবে এবং তার সামগ্রিক নির্দেশনা বাস্তবায়নে সরকারের অন্যান্য অংশকে সহায়তা করবে। কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপির বিষয়ে দলের ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সঙ্গে আলোচনা করেছেন মেনন। তার সঙ্গে ভিডিওকলে এই আলোচনায় যুক্ত ছিলেন মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, সদস্য তৌহিদুর রহমান ও আমিনুল ইসলাম টিপু। আলোচনায় ঢাকা মহানগর কমিটির ত্রাণ তৎপরতা নিয়ে আলোচনা হয়।
শিরোনাম
- নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
- গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি : তারেক রহমান
- রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
- আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক
- নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা
- মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ
- হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ-সাইফুদ্দিন
- জাতীয় দিবসে ১৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ভিয়েতনাম
- হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়ন ও হালনাগাদকরণে মতামত আহ্বান
- স্বস্তির খবর নেই সবজির বাজারে, চাল আমদানির খবরে কমছে দাম
- ইরানে চলতি বছর ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর : জাতিসংঘ
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় কমিটি অকার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর