শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

সংক্রমণ বাড়বে এ সিদ্ধান্তে

-ডা. নজরুল ইসলাম

সংক্রমণ বাড়বে এ সিদ্ধান্তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, ‘দেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত সংক্রমণের হার আরও বাড়াবে। এটা সময়োপযোগী সিদ্ধান্ত নয় বলে আমি মনে করছি।’

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি  বলেন, ‘মহামারী পরিস্থিতিতে জরুরি কাজ কীভাবে চলবে তার যেমন নিয়ম আছে, তেমনি পরিস্থিতি স্বাভাবিক করারও নিয়ম আছে। ধাপে ধাপে জরুরি সেবার ভিত্তিতে অফিস খুলতে হয়। এভাবে গণহারে সবকিছু চালু রেখে মহামারী নিয়ন্ত্রণ করা যায় না। আর সেটি যদি হয় সংক্রামক ব্যাধি তাহলে তো প্রশ্নই ওঠে না। সাধারণ মানুষও বুঝছে এখন কী হতে চলেছে। তবু সরকার এ সিদ্ধান্ত নিল। আমাদের আফসোস ছাড়া আর এ সিদ্ধান্তের বিপরীতে করণীয় কিছু নেই।’

সর্বশেষ খবর