বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

ওয়াসা এমডির দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

ওয়াসা এমডির দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে শ্রমিকরা

রাজধানীর ওয়াসা ভবনে গতকাল এমডির অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেনেছন শ্রমিকরা। আলটিমেটাম দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় কঠোর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের নেতারা।

গতকাল ঢাকা ওয়াসা ভবনের সামনে গেটে অবস্থান নিয়ে আন্দোলন করেন শ্রমিকরা। তারা বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মোতায়েন ছিল। ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশকার ইবনে শায়েখ খাজা বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে কর্মরত শ্রমিকদের বিশেষ ভাতা দেবেন বলে জানিয়েছিলেন এমডি। কিন্তু এখন সেসবের কোনো কথাই নেই। আগে ওভারটাইম করলে শ্রমিকরা বেতনের দ্বিগুণ টাকা পেতেন। কিন্তু সেটাকে এখন কমিয়ে দেওয়া হয়েছে। শূন্য পদের বিপরীতে লোক নিয়োগ না দিয়ে আউটসোর্সিংয়ের নামে নিয়োগ দেওয়া হচ্ছে।  যে পদে ইচ্ছা নিয়োগ দিচ্ছেন তিনি। এসব অনিয়মের বিরুদ্ধে আমরা ২৮ মে পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। দাবি না মানায় আমরা কঠোর আন্দোলনে যাব।

সর্বশেষ খবর