মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

পাকিস্তান শেয়ারবাজারে জঙ্গি হামলা, নিহত ৭

প্রতিদিন ডেস্ক

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলায় চার হামলাকারীসহ ৭ জন নিহত হয়েছেন। গতকাল সকালে করাচিতে এ ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চার হামলাকারী গাড়ি  থেকে নেমে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়, এরপর স্টক এক্সচেঞ্জ ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে অন্তত দুজন গার্ড ও একজন পুলিশ নিহত হন ও আরও বহু লোক আহত হয়েছেন। হামলার পর পরই স্থানীয় পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং চার হামলাকারীকে হত্যা করেন। এদিকে, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলায় দুজন বেসামরিক নাগরিক, একজন পুলিশ, চারজন সিকিউরিটি গার্ড ছাড়াও চার হামলাকারীসহ মোট ১১ জন নিহত হন। হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ সার্জন ডা. কারার আহমেদ আব্বাসি জানান, পাঁচটি মৃতদেহ ও আহত সাতজনকে ডা. রুথ পফু সিভিল হাসপাতাল করাচিতে নেওয়া হয়েছে। এক টুইট বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। তবে রয়টার্স সেই টুইটের সত্যতা নিশ্চিত করতে পারেনি। সিন্ধু রেঞ্জার্স জানিয়েছে, হামলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও রেঞ্জার্সের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চার হামলাকারীকে হত্যা করে।

 সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘটনার নিন্দা জানিয়ে এটিকে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির ওপর হামলার স্বরূপ বলে মন্তব্য করেছেন।

সর্বশেষ খবর