করোনাভাইরাসে আক্রান্ত বিশিষ্ট বাম নেতা ও সিপিবির পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনোকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি নিজেও করোনা আক্রান্ত ছিলেন। সদ্য করোনামুক্ত হলেও তার ফুসফুসে নিউমোনিয়াসহ শারীরিক দুর্বলতা রয়েছে। গতকাল বেলা ২টায় হাসপাতালে গিয়ে বন্ধু রনোর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন তিনি। গত ২৯ জুন রনোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডা. জাফরুল্লাহ আধা ঘণ্টার মতো সেখানে অবস্থান করে রনোর চিকিৎসার খোঁজখবর নেন। বন্ধু রনোর উন্নত চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান ডা. জাফরুল্লাহ। রনোর দ্রুত সুস্থতা কামনা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘তুমি বাংলাদেশের জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা। দেশের ক্রান্তিকালে জনগণের মুক্তির আন্দোলনে তোমাকে বেঁচে থাকতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রধান অধ্যাপক ডা. নজীব মোহাম্মদ, রেডিওলজি প্রধান অধ্যাপক ডা. মতিন খান, অধ্যাপক ডা. শওকত আরমান প্রমুখ। গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেও করোনাভাইরাস আক্রান্ত হন। এরপর ১৩ জুন তৃতীয় দফায় তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে। তিনি এখনো গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ডা. জাফরুল্লাহ করোনামুক্ত হওয়ার পরদিন ১৪ জুন প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে শেষ বিদায় জানাতে বনানী কবরস্থানে গিয়েছিলেন।
শিরোনাম
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক