সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পকে বিষমাখা চিঠি

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পকে বিষমাখা চিঠি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিকানায় পাঠানো একটি প্যাকেটের ভিতর রাইসিন বিষ পাওয়া গেছে। তবে প্যাকেটটি হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই জব্দ করা হয়েছে। বিবিসি। জানা গেছে, গত সপ্তাহে হোয়াইট হাউসের চিঠিপত্র যাচাই-বাছাই কেন্দ্রে ট্রাম্পকে পাঠানো ওই চিঠিটি মেলে। কর্মকর্তারা খামের ভিতর             একটি পদার্থ পান, যা পরে রাইসিন বলে শনাক্ত হয়; বিষাক্ত এ পদার্থটি প্রাকৃতিকভাবেই ভেরেন্ডার বীজ থেকে পাওয়া যায়। কর্মকর্তারা বললেও ট্রাম্প প্রশাসন এখনো বিষ মেশানো চিঠি প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ও গোয়েন্দা সংস্থাগুলো প্যাকেটটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের মাধ্যমে এ ধরনের আরও প্যাকেট পাঠানো হয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ শনিবার জানিয়েছে, তারা হোয়াইট হাউসের উদ্দেশ্যে ‘সন্দেহজনক চিঠি’ পাঠানোর ঘটনার তদন্তে এফবিআইর সঙ্গে কাজ করছে। নিউইয়র্ক টাইমসকে একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের ঠিকানায় পাঠানো প্যাকেটটি কানাডা থেকে এসেছে বলে সন্দেহ করা হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর