রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাতীয় সরকার গঠন জরুরি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সরকার গঠন জরুরি

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশের বিদ্যমান রাজনীতি ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা রাষ্ট্রকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। একদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে শূন্যতা অন্যদিকে আঞ্চলিক রাজনীতির ঘূর্ণাবর্তে আবর্তিত হচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রের এই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে জনগণের সম্মতি, সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন করা। গতকাল বিকালে জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এ কথা বলেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি বেগম তানিয়া রব, মোহাম্মদ তৌহিদ হোসেন, কে এম জাবির প্রমুখ। আ স ম আবদুর রব বলেন, রাষ্ট্রের একমাত্র মালিকানা হচ্ছে জনগণের।

সুতরাং জনগণের বৈধ সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা হবে অবৈধ ও অনৈতিক। জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করার রাজনীতি প্রজাতন্ত্রের দার্শনিক ভিত্তি বিনষ্ট করে দেয়। রাষ্ট্র ক্রমাগতভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গত ৫০ বছরের ব্যর্থতা ও সফলতার আত্মসমীক্ষা প্রয়োজন। এই ৫০ বছরের মূল্যায়ন, পর্যালোচনা ও আত্মসমালোচনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা করা সম্ভব হবে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর