বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাষ্ট্র পুনরুদ্ধারে জাতীয় সরকার অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র পুনরুদ্ধারে জাতীয় সরকার অপরিহার্য

আ স ম আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতার পর ক্রমবর্ধমান অপশাসন রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। বেআইনি কার্যকলাপ, দুর্নীতি ও অনিয়ম রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে গ্রাস করেছে। ধ্বংসপ্রাপ্ত এ রাষ্ট্রব্যবস্থার পুনরুদ্ধার কোনো দলীয় সরকারের পক্ষে সম্ভব হবে না। প্রয়োজন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার। এটা এখন অনিবার্য হয়ে পড়েছে।

তিনি গতকাল রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিমত দিয়েছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

সর্বশেষ খবর