শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশের সমৃদ্ধি চান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের সমৃদ্ধি চান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশের জনগণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেন। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বৃহস্পতিবার ভিডিও ভাষণে তিনি এ প্রত্যাশা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমন্ডলে              শান্তি, উন্নতি ও স্থিতিশীলতায় অবদান রাখতে বাংলাদেশের সঙ্গে কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে তার দেশ কাজ করে যাবে বলেও জানান তিনি। মহামারীর কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারার কথা উল্লেখ করে হুনসেন বলেন, প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব অনুসরণ করে গত দশকগুলোতে সব অর্জনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়ন করতে পেরেছে। এই অর্জনের কারণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীর দেশের কাতারে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে আমি আমার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই। শান্তি, উন্নতি ও স্থিতিশীলতায় অবদান রাখতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমন্ডলে দুই পক্ষই লাভবান হওয়ার মতো সম্পর্ক গড়ে তুলতে চাই।

সর্বশেষ খবর