রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

গায়ে আগুন ধরিয়ে বার্ন ইনস্টিটিউট কর্মীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

গায়ে হেক্সিসল দিয়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কর্মচারী। তার নাম আজিজুল ইসলাম মিলন (২৯)। গতকাল ভোর ৫টায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউর ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউট সূত্র বলছে, শুক্রবার রাত পৌনে ১টায় ইনস্টিটিউটের ভিতরে ১০৭ নম্বর টয়লেটে মিলন বাঁচাও বাঁচাও বলে চিৎকার

করলে আশপাশের লোকজন তা শুনে ঘটনাস্থলের ছুটে যান। আনসার সদস্য ও রোগীর এক স্বজন দরজা ভেঙে ভিতর থেকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। মিলন বার্ন ইনস্টিটিউটে মাস্টাররোলে কাজ করতেন। পরে এক বছরের বেশি সময় ধরে তিনি আউটসোর্সিংয়ের কাজ করেন। ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়ে তার দুই পা অবশ হয়ে যায়। তিনি প্রতিবন্ধী  কোটায় আউটসোর্সিংয়ে বার্নের রিসেপশনে বসতেন। তবে কি কারণে ১০৭ নম্বর টয়লেটের ভিতর নিজের শরীরে হেক্সিসল দিয়ে নিজেই গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন তা কেউই জানতে পারেনি। আগুনে তার শরীরের ৯৮ ভাগ পুড়ে যায়। মিলন খুলনার খালিশপুর উপজেলার মৃত ইউসুফ আলী শেখের ছেলে। সিআইডির ফরেনসিকের ক্রাইমসিন ইউনিটের একটি তদন্ত দল বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর