শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জন কেরি আজ ঢাকায় আসছেন

কূটনৈতিক প্রতিবেদক

জন কেরি আজ ঢাকায় আসছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ (শুক্রবার) ঢাকা আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতে তার এই কয়েক ঘণ্টার ঢাকা সফর। তবে এখন পর্যন্ত বাইডেন প্রশাসনের সর্বোচ্চ এই প্রতিনিধির সফরে সম্পর্কের বিষয়েও বার্তা দিতে আগ্রহী ঢাকা।

সফরসূচি অনুসারে, মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে আজ দুপুরে দিল্লি থেকে জন কেরি ঢাকায় আসবেন। সফরের শুরুতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি একই স্থানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দীনের সঙ্গে বৈঠক করবেন।  পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে যাবেন জন কেরি। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে জো বাইডেনের দেওয়া লিডার্স সামিট অন ক্লাইমেটের নিমন্ত্রণপত্র তুলে দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২২-২৩ এপ্রিল ৪০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের অংশগ্রহণে ভার্চুয়াল মাধ্যমে এই জলবায়ু সম্মেলন আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করতে সশরীরে আমন্ত্রণপত্র নিয়ে আসছেন জন কেরি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ১০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের কথা বলছে। তার এই সফরের সময় এই তহবিলে মার্কিন সহায়তার বিষয়টি বাংলাদেশ আলোচনায় তুলবে বলে জানা গেছে। বাংলাদেশ চায়, ঝুঁকি মোকাবিলা ও অভিযোজন দুটি ক্ষেত্রেই অর্ধেক করে তহবিলের বরাদ্দ রাখা হোক। এ ছাড়া বাংলাদেশ সরকারের গড়া জলবায়ু ট্রাস্ট ফান্ডে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর