শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নতুন ওষুধে বাসাতেই চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নতুন ওষুধে বাসাতেই চিকিৎসা

সিটিস্ক্যানের মূল প্রতিবেদন পর্যালোচনা করে করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাপত্রে আরেকটি ওষুধ যুক্ত করেছে তাঁর মেডিকেল টিম। তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা। জটিল কোনো সমস্যা না হলে আপাতত বাসায় থেকেই বিএনপি প্রধানের চিকিৎসা চলবে। কোনো সমস্যা হলে প্রয়োজনবোধে তাঁকে হাসপাতালে নেওয়া হবে। গত বৃহস্পতিবার রাতে ভার্চুয়ালে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, ঢাকার চিকিৎসকরা ছাড়াও লন্ডন-আমেরিকার মেডিকেল বোর্ডের সদস্যরা অংশ নেন। সভায় সিদ্ধান্ত হয়, নতুন কোনো সমস্যা না হলে আপাতত বাসায় থেকেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হবে।

মেডিকেল টিমের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল গণমাধ্যমকে বলেন, ‘আমরা গতকাল গভীর রাতে ম্যাডামের সিটিস্ক্যানের ফাইনাল রিপোর্ট হাতে পেয়েছি। রাতেই লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক  রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান যিনি ম্যাডামের সবকিছু তদারকি করছেন তিনিসহ দেশ-বিদেশে মেডিকেল টিমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আমরা পুরো রিপোর্টটি পর্যালোচনা করেছি। সবার পরামর্শ নিয়ে আরেকটি ওষুধ যুক্ত করা হয়েছে। চিকিৎসায় যেসব ওষুধপত্র আগে দেওয়া হয়েছে তা ঠিক আছে।’ বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ আরও বলেন, সিটিস্ক্যানের ফাইনাল রিপোর্টে ‘মিনিমাম ইনভোলমেন্ট’ এর কথা বলা হয়েছে। যেটা সাময়িক রিপোর্টে বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট। আমরা সবাইকে জানাতে চাই, সিটিস্ক্যানের রেজাল্ট খুবই অত্যন্ত মিনিমাম, নেগলিজিবল। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়। গুলশানের বাসা থেকে তাঁকে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ নিরাপত্তায় এভারকেয়ারে নিয়ে পরীক্ষা করিয়ে আবার গুলশানের বাসায় ফিরিয়ে আনা হয়। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর প্রখ্যাত ‘বক্ষব্যাধি ও মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক টিম গুলশানের বাসায় তাঁর চিকিৎসা শুরু করে। উল্লেখ্য, ‘ফিরোজা’র বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসাও এখানে চলছে। ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দন্ডিত। দন্ড নিয়ে তিন বছর আগে তাঁকে কারাগারে যেতে হয়।

সর্বশেষ খবর