বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

পরিস্থিতি দেখে এসএসসি এইচএসসির ব্যাপারে সিদ্ধান্ত : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান যদি খুলে দেওয়া না যায় এবং এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় সে ক্ষেত্রে বিকল্প মূল্যায়নের চিন্তাভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তই রয়েছে। পরিস্থিতি দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল ইডেন মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবতে পারছি না। বিশ্বের যেখানেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে সেখানেই করোনার সংক্রমণ হার বেড়ে গেছে। শিক্ষার্থীদের কল্যাণে সবরকম পদ্ধতি নিয়ে কাজ করছি আমরা।’ মন্ত্রী বলেন, ‘এখন করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী। বিশেষজ্ঞরা বলেছেন ৫ শতাংশের নিচে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো একটা পরিস্থিতি হবে। কিন্তু এখন সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি। স্বাস্থ্যবিধি মানলে এ হার কমবে। কিন্তু আমরা তো মানছি না।’ শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখা এবং তারা যাতে অনলাইন গেমসে আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান দীপু মনি। মন্ত্রী জানান, দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে এ বছর ৩৩ লাখ গাছ লাগানো হবে। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর