প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে যদি বিচারপ্রার্থী জনগণকে ন্যায়বিচার দেওয়া যায় তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণ হবে। তিনি বলেন, বিচারের নামে কেউ যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখাও বিচারকদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমাদের সব সময় সচেষ্ট থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত বিশেষ ফুল কোর্ট সভায় সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত এই ফুল কোর্ট সভায় আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিগণ অংশ নেন। বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত এই ফুল কোর্ট সভা চলে। প্রধান বিচারপতি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আমাদের সংবিধান উপহার দিয়েছেন বঙ্গবন্ধু। যা বিশ্বে বিরল। তিনি বলেন, বিচারের দীর্ঘসূত্রতা সব সময় বঙ্গবন্ধুকে পীড়া দিত। সেজন্য মানুষ যাতে সহজে বিচার পায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সভায় আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিগণ তাদের মতামত তুলে ধরেন। সেই মতামতে বিচার ব্যবস্থার নানা দিক উঠে আসে। বিচারপতিরা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুততার সঙ্গে কীভাবে বিচার পাইয়ে দেওয়া যায় সেদিকটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। মামলা দায়েরের পর বছরের পর বছর চলে যায় কিন্তু বিচারপ্রার্থীরা বিচারের আশায় ঘুরে বেড়ায়। কীভাবে এই অবস্থার পরিবর্তন আনা যায় সেদিকটা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
শিরোনাম
- শাহরুখের সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই: অভিজিৎ
- ‘একজন খুনিকে আতিথ্য করা মানুষের অনুভূতিতে আঘাতের শামিল’
- ছুটির দিনের সকালেও দূষণের শীর্ষে ঢাকার বাতাস
- সরকারি কৃষিঋণ ৩৭ হাজার ১৫৩ কোটি টাকা, কর্মকর্তারা ঘুষ নেন ২৫০০ কোটি!
- পেটের কারণেই মানুষের মস্তিষ্ক আকারে বড়: গবেষণা
- ডেনমার্কে অন্য দেশের পতাকা উত্তোলন নিষিদ্ধ
- পেনাল্টি মিস করে এমবাপ্পে বললেন, ‘দেখিয়ে দেব কে আমি’
- কঠিন সমীকরণ মিলিয়ে গ্লোবাল লিগের ফাইনালে বাংলাদেশের রংপুর
- গাজায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত
- তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব: ব্রিটিশ অ্যাডমিরাল
- কাজের ক্ষেত্রে রোবট ব্যবহারে সবার ওপরে দক্ষিণ কোরিয়া
- ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া
- মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোঁর
- রাখাইনে বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে এলাকাবাসী
- মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার
- ভারত ষড়যন্ত্র করলে বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত : চরমোনাই পীর
- চবিতে প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
- অবৈধ অনুপ্রবেশের সময় ফতেপুর সীমান্তে আটক ৪
- অভ্যুত্থানে যেসব পুলিশ অন্যায় করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় : আইজিপি
- ব্যাঙের বিষে প্রাণ গেল অভিনেত্রীর
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২২ জুন, ২০২১
দ্রুত সময়ে ন্যায়বিচার
নিজস্ব প্রতিবেদক
টপিক
এই বিভাগের আরও খবর