বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় চালান নিয়ে অক্সিজেন এক্সপ্রেস সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ প্রতিনিধি

অক্সিজেনের দ্বিতীয় চালান নিয়ে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি গতকাল সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় স্টেশনে এসে পৌঁছেছে। ভারতের লিন্ডে কোম্পানির কাছ থেকে বাংলাদেশি কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড এলসির মাধ্যমে এ তরল অক্সিজেন ক্রয় করার পর দ্বিতীয়বারের মতো ভারত থেকে ট্রেনযোগে দেশে অক্সিজেন নিয়ে আসা হলো। ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটিতে ১০টি ট্যাংকারে ২০০ টন তরল অক্সিজেন ছিল। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে পৌঁছার পর ফায়ার সার্ভিসকর্মী ও জিআরপি পুলিশের সার্বিক সহায়তায় লিন্ডে বাংলাদেশের শ্রমিকরা ট্রেন থেকে পাইপের মাধ্যমে তরল অক্সিজেন ট্রাক ট্যাংকারে আনলোড করে। লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. খুররুম বিন আবদুল কাইয়ুম মন্ডল বলেন, ট্রেনের ট্যাংকার থেকে তরল অক্সিজেন গাড়ির ট্যাংকারে ভরা হবে। এরপর সড়কপথে কোম্পানির রূপগঞ্জের ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সরকারি- বেসরকারি হাসপাতালে অক্সিজেন সাপ্লাই দেওয়া হবে। ট্রেনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ সহজলভ্য উল্লেখ করে তিনি জানান, অক্সিজেন আমদানির মাধ্যমে দেশের করোনা সংকটে অক্সিজেনের চাহিদাপূরণ হবে বলে কোম্পানিটি মনে করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর