বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

থানা হাজতে রিমান্ডে থাকা আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা পূর্ব থানায় রিমান্ডে থাকা এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. লিটন (৪০)। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানার হাজতখানার ভিতরে তার লাশ পাওয়া যায়। পরে লাশের ময়নাতদন্তের জন্য টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বলছে, হাজতের ভিতর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন লিটন।

জানা গেছে, লিটনের গ্রামের বাড়ি বগুড়ার কাহালু থানার পাল্লাপাড়ায়। লিটনের নামে চারটি মাদকের মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গত ৩১ জুলাই ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উত্তরা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১। ওই দিনই র‌্যাব বাদী হয়ে লিটনের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদক আইনে মামলা করে। ওই মামলায় দুই দিনের  রিমান্ডে ছিলেন লিটন। পুলিশ জানায়, র‌্যাবের ওই মামলায় গত রবিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। সোমবার রিমান্ডের প্রথম দিনে লিটনকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই আমিনুল ইসলাম। আসামিকে রাতের খাবারও দেওয়া হয়। রাত ৩টার পর ঘুম থেকে উঠে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে লিটন। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, হাজতখানার ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসামি লিটন। হাজতখানায় আসামির ঘুমানোর কম্বলের অংশ ছিঁড়ে গলায় ফাঁস নেন তিনি। আমরা হাজতখানার সিসিটিভি ফুটেজ যাচাই করে এ বিষয়ে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লিটনের পরিবারকে খবর দিয়েছি। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ২০১৯ সালের ৩১ জুলাই চট্টগ্রামের কোতোয়ালি থানায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটনের বিরুদ্ধে মামলা হয়। বগুড়ার কাহালু থানায় ২০১৮ সালের ১৭ আগস্ট এবং ২০১৯ সালের ৬ আগস্ট মাদক আইনে লিটনের বিরুদ্ধে দুটি মামলা হয়। জানা গেছে, থানা হাজতে একাই ছিলেন লিটন। তিনি ফাঁস নেওয়ার পর রাত পৌনে ৪টার দিকে পুলিশ জানতে পারে। হাজতের ভিতর মৃত্যুর ঘটনায় একজন অতিরিক্ত উপ-কমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনসহ ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তদন্ত কমিটি সেই সুপারিশও করবে বলে জানা গেছে।

সর্বশেষ খবর