বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
মেডিকেলের কেনাকাটায় দুর্নীতি

স্বাস্থ্যের মিঠুর ভাই ও রমেকের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

দরপত্রের ক্রয়নীতি লঙ্ঘন করে রংপুর মেডিকেল কলেজের (রমেক) ডেন্টাল বিভাগের জন্য সরঞ্জাম কেনাকাটায় প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বড় ভাই মো. মোকছেদুল ইসলাম হিরু ও কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. আবদুর রউফের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সংস্থাটির সমন্বিত জেলা কর্যালয়  রংপুরে মামলাটি করেন উপসহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত। দুদকের অনুসন্ধানের কথা উল্লেখ করে এজাহারে বলা হয়, রংপুর মেডিকেল কলেজের ২০১২-১৩ অর্থবছরে পাঁচটি ডেন্টাল চেয়ার কেনার প্রক্রিয়ায় কোনো ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হয়নি। এ ছাড়া এ কেনাকাটায় বাজারদর যাচাই ছাড়াই দরপত্র ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠনে ২০০৮-এর ক্রয়বিধি লঙ্ঘন করে ২ কোটি ৮২ লাখ টাকার সরঞ্জাম কেনা হয়। যদিও চেয়ার ও যন্ত্রাংশের প্রকৃত মূল্য ১ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। এগুলো প্রকৃত বাজার মূল্যের চেয়ে ১ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বেশি ধরা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে নিজেরা লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচরণ করেন। মূলত তৎকালীন অধ্যক্ষ ডা. আবদুর রউফের যোগসাজশে থ্রি আই মার্চেন্টসের ঠিকাদার মোকছেদুল ইসলাম হিরু এ টাকা তুলে দুজনে আত্মসাৎ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর