রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নিয়ন্ত্রণের অভাবেই দ্রব্যমূল্য বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

নিয়ন্ত্রণের অভাবেই দ্রব্যমূল্য বাড়ছে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সাধারণ মানুষের প্রতি বিনা ভোটের সরকারের কোনো দায় নেই। অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট শুধু বাজার নয়, গণবিরোধী কর্তৃত্ববাদী সরকারকেও নিয়ন্ত্রণ করছে। মুক্তিযুদ্ধের দর্শনের বদলে সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী-সিন্ডিকেট দাম বাড়িয়েই চলেছে। করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন ‘দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া’র ধাক্কায় মানুষের জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারের সামনে গতকাল ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধির’ প্রতিবাদে বিক্ষোভ সপ্তাহের প্রথম দিনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সিপিবি পল্টন থানা কমিটির সাধারণ সম্পাদক ত্রিদিব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার প্রমুখ।

সর্বশেষ খবর