সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
রাজধানীতে সংঘর্ষ

তিন মামলায় আসামি ৪ হাজার, রিমান্ডে ২১

নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকা এবং চকবাজারে পুলিশ-মুসল্লি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত শনিবার পল্টন, রমনা ও চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। গত শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়েছিল।

এদিকে দায়েরকৃত তিন মামলার এজাহারে কুমিল্লার ঘটনার জেরে নাশকতা, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার কথা উল্লেখ করা হয়েছে। মামলাগুলোতে ৪ হাজারের বেশি আসামি করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নাইটিঙ্গেল ও কাকরাইল মোড়ে নাশকতার ঘটনায় ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল। এ ১০ জনের নাম উল্লেখসহ রমনা থানায় মোট দেড় হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতার ১০ জনকে শনিবার আদালতে হাজির করা হলে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া জানান, পল্টন থানার মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়াও এই দলের আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হলে, আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে। আগামীকাল (আজ) তাদের আদালতে পাঠানো হবে। চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম বলেন, চকবাজার থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতার পাঁচজন এক দিনের রিমান্ডে রয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে কয়েক শ মুসল্লি মিছিল বের করেন। মিছিলটি পল্টন হয়ে নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়।

এতে পুলিশসহ বেশ কয়েকজন মুসল্লি আহত হন। একই দিন চকবাজার এলাকায়ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর