রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনায় মৃত্যুহীন একটি দিন

নিজস্ব প্রতিবেদক

১৯ মাসেরও বেশি সময় পর করোনায় মৃত্যুহীন একটি দিন দেখল দেশ। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে দেশে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত বছরের ৩ এপ্রিল করোনায় কারও মৃত্যু হয়নি। এর পর থেকে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। করোনার ডেল্টা ধরনের দাপটে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে চলতি বছরের মাঝামাঝি। ২৪ ঘণ্টায় মৃত্যু সর্বোচ্চ ২৬৪ জনে পৌঁছায় গত আগস্টে।

দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে দেশে প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কোনো দিন দুই-একজন, কোনো দিন শূন্য মৃত্যুর ঘটনা ঘটে। তবে ৩ এপ্রিলের পর থেকে আর মৃত্যুহীন দিন দেখেনি দেশের মানুষ। গত জুলাই মাসেই করোনায় মৃত্যু  হয় ৬ হাজার ১৮২ জনের। গড়ে প্রতিদিন প্রায় ২০০ জন মারা গেছে ওই মাসে। সেপ্টেম্বর থেকে সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করেছে। চলতি মাসে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ৩ দিন। ১ জন করে মারা গেছে ২ দিন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ৯৪৬ জনের মৃত্যু হয়েছে। মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ১৭৮ জন, সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন। এই সময়ে ১৫ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ছিল ১.১৮ শতাংশ।

সর্বশেষ খবর