মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

যশোরে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে আগামীকালের গণসমাবেশে ঘিরে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশে ৫০ হাজার নেতা-কর্মী-সমর্থকের সমাবেশ ঘটানোর লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে তারা জেলা ও পুলিশ প্রশাসনের কাছে সমাবেশস্থল হিসেবে তিনটি বিকল্প মাঠের প্রস্তাব করেছে। তবে গতকাল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে গণসমাবেশের অনুমতির ব্যাপারে বিএনপিকে কিছু জানানো হয়নি। গতকাল বিকালে যশোর প্রেস ক্লাবে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্‌বায়ক নার্গিস বেগম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে তিন দফায় ৩২ জেলায় এ গণসমাবেশ হতে যাচ্ছে। আগামীকাল খুলনা বিভাগের কেবল যশোরেই এ গণসমাবেশ হবে। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

অমিত বলেন, ‘গণসমাবেশে উপস্থিতি হয়ে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগদানের দাবির সঙ্গে সংহতি জানাতে কয়েক লাখ মানুষ উদ্গ্রীব হয়ে আছেন। তাই এ গণসমাবেশ সফল হবেই ।’

সর্বশেষ খবর