শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ

২ হাজার জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী। উক্ত ঘটনায় আটক ১০ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বুধবার মধ্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মাসুক আলী আরও জানান, বুধবারের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে মোট ১ হাজার ২০০ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। মামলায় জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমকেও আসামি করা হয়। মামলায় বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার হবিগঞ্জে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। ওই সমাবেশে পুলিশ-বিএনপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়।

 

সর্বশেষ খবর