সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফের আগুন, পুড়ল ১২০০ ঘর

রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার প্রতিনিধি

ফের আগুন, পুড়ল ১২০০ ঘর

রোহিঙ্গা ক্যাম্পে গতকাল আগুন দ্রুত ছড়িয়ে পড়ে -বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে প্রায় ১ হাজার ২০০ ঘর। অগ্নিকান্ডে রোহিঙ্গাদের লার্নিং সেন্টারসহ বেশ কিছু স্থাপনাও পুড়ে গেছে। গতকাল বিকাল ৫টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ নম্বর এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানিয়েছেন, ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মোহাম্মদ আলীর ঘরের গ্যাসের চুলার মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন ক্যাম্পের ব্লক-বি ও ব্লক-সি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তৎক্ষণাৎ উখিয়া, টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের আটটি টিম ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রায় ১ হাজার ২০০ ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর