শিরোনাম
সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ময়লার গাড়ির ধাক্কায় এবার পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম শিখা রানী ঘরামী (৫৫)। গত শনিবার রাতে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তার স্বামীর নাম সীতিশ ঘরামী। এক ছেলে ও এক মেয়ের জননী শিখা রানীর গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়। তিনি মহাখালী সাততলা বস্তি এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন. শনিবার রাত পৌনে ২টার দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতা কর্মী। ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিত্যক্ত অবস্থায় কুড়িল বিশ্বরোড এলাকায় ওই গাড়িটি পাওয়া যায়। গাড়ির চালককে ধরতে অভিযান চলছে। শিখা রানীর স্বজন দীপক ঘরামী জানান, শিখা রানীর বড় ছেলে খোকন ঘরামী ও মেয়ে বিউটি ঘরামী দুজনই বিবাহিত। তারা বাবা-মায়ের সঙ্গে সাততলা বস্তি এলাকায় থাকেন। নিহতের স্বামী সীতিশ ঘরামী নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। মহাখালীর সাততলা বস্তি এলাকার বাসা থেকে প্রতিদিনের মতো রাত ১২টার পর কাজের জন্য বেরিয়ে ছিলেন শিখা রানী। প্রসঙ্গত, ১৬ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়। সে সময় উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটি আগুনে পুড়িয়ে দেয়। ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির খান। ২৩ ডিসেম্বর রাজধানীর ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামে এক বৃদ্ধ মারা যান। ২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হন।

সর্বশেষ খবর