রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট ইসলামিয়া সুপার মার্কেটের দোতলায় লাভলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আগুন ছড়িয়েছে বলে জানা গেছে। আগুন আশপাশের কমপক্ষে ১০০ দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টি ইউনিটের সহযোগিতায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, মার্কেটটিতে অপরিকল্পিতভাবে অনেক দোকান গড়ে উঠেছে। এগুলোর কারণে ভিতরে প্রবেশ করে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ৩০ থেকে ৩৫টি দোকান আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। নীলক্ষেতের ওই মার্কেটের সিটি ডিলারস নামে একটি দোকানের মালিক শাকিল মিয়াসহ স্থানীয়রা বলছেন, নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে পুলিশ বক্সের ঠিক উল্টো দিকে তেঁতুল গাছের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরিন বুক হাউস নামে একটি দোকানের মালিক জানান, আগুনে তার দোকানের সব বই পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকদের বই সরানোর কাজে ছোটাছুটি করতে দেখা গেছে। আগুনের কারণে নীলক্ষেতের আশপাশের সড়ক বন্ধ ছিল। ফলে আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এলাকাটিতে বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস ও মেইনটেইনস) লে. কর্নেল জিল্লুর রহমান আগুন নির্বাপণে নেতৃত্ব দেন। জানা গেছে, অন্যান্য মঙ্গলবার এ মার্কেট বন্ধ থাকলেও বইমেলা উপলক্ষে গতকাল (মঙ্গলবার) খোলা ছিল নীলক্ষেতের ওই বই মার্কেট।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন
পুড়ে গেছে শতাধিক দোকান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর