রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট ইসলামিয়া সুপার মার্কেটের দোতলায় লাভলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আগুন ছড়িয়েছে বলে জানা গেছে। আগুন আশপাশের কমপক্ষে ১০০ দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টি ইউনিটের সহযোগিতায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, মার্কেটটিতে অপরিকল্পিতভাবে অনেক দোকান গড়ে উঠেছে। এগুলোর কারণে ভিতরে প্রবেশ করে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ৩০ থেকে ৩৫টি দোকান আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। নীলক্ষেতের ওই মার্কেটের সিটি ডিলারস নামে একটি দোকানের মালিক শাকিল মিয়াসহ স্থানীয়রা বলছেন, নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে পুলিশ বক্সের ঠিক উল্টো দিকে তেঁতুল গাছের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরিন বুক হাউস নামে একটি দোকানের মালিক জানান, আগুনে তার দোকানের সব বই পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকদের বই সরানোর কাজে ছোটাছুটি করতে দেখা গেছে। আগুনের কারণে নীলক্ষেতের আশপাশের সড়ক বন্ধ ছিল। ফলে আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এলাকাটিতে বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস ও মেইনটেইনস) লে. কর্নেল জিল্লুর রহমান আগুন নির্বাপণে নেতৃত্ব দেন। জানা গেছে, অন্যান্য মঙ্গলবার এ মার্কেট বন্ধ থাকলেও বইমেলা উপলক্ষে গতকাল (মঙ্গলবার) খোলা ছিল নীলক্ষেতের ওই বই মার্কেট।
শিরোনাম
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন
পুড়ে গেছে শতাধিক দোকান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর