মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

টুইটার কিনেই নিচ্ছেন মাস্ক

প্রতিদিন ডেস্ক

টুইটার কিনেই নিচ্ছেন মাস্ক

ইলন মাস্কের ৪ হাজার ৩০০ কোটি ডলারের অধিগ্রহণ প্রস্তাব সম্ভবত গ্রহণ করতে যাচ্ছে টুইটারের পরিচালনা পর্ষদ। প্রস্তাব দেওয়ার সময়ই মাস্ক বলেছিলেন এটিই তার ‘সেরা ও চূড়ান্ত’ প্রস্তাব। সূত্র : রয়টার্স। খবরে বলা হয়, সাধারণ শেয়ার মালিকদের ৫৪ ডলার ২০ সেন্ট দামে  শেয়ার বিক্রির পরামর্শ দেওয়ার ঘোষণা সোমবারই (গতকাল) দিতে পারেন পরিচালকরা। তবে একদম শেষ মুহূর্তেও মালিকানা হাতবদল চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কাও থাকার কথা জানায় বিভিন্ন সূত্র। এ প্রসঙ্গে টুইটার ও মাস্কের মন্তব্য জানা যায়নি। গতকাল দিনের শুরুতেই নিউইয়র্কের শেয়ারবাজারে টুইটার শেয়ারের দাম ৪.৫ শতাংশ বেড়ে ৫১ ডলার ১৫ সেন্ট ডলারে ওঠে। মাস্ক বলে আসছিলেন, আরও উন্নয়নের জন্য এবং বাকস্বাধীনতার প্রকৃত প্ল্যাটফরম হওয়ার জন্য ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হতে হবে টুইটারকে। মাস্ক টুইটার কেনার জন্য নিজের অর্থায়ন পরিকল্পনা জানান গত বৃহস্পতিবার। মাস্ক তার পরিকল্পনা জানানোর পর পরই টুইটারের পরিচালনা পর্ষদ তার প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নিতে শুরু করে। প্রসঙ্গত, ফোর্বস ম্যাগাজিনের হিসাবে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। প্রস্তাব কাঠামো অনুসারে টুইটারের ক্রয়মূল্যের সিংহভাগ নিজের পকেট থেকেই পরিশোধ করবেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর