ম্যাচ শুরুর আগে এন্ড্রু সাইমন্ডসের অকাল মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার। ক্রিকেট বিশ্বের এমন শোকের দিনে ব্যাট হাতে নিজেকে রাঙিয়েছেন অ্যাঞ্জেলি ম্যাথিউস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রের সাবেক অধিনায়ক গতকাল স্বাগতিক তিন স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও নাঈম হাসানের ঘূর্ণিকে সামলে তুলে নিয়েছেন ৯৫ টেস্ট ক্যারিয়ারের ১২ নম্বর সেঞ্চুরি। যা বাংলাদেশের বিপক্ষে প্রথম তিন অংকের জাদুকরী ইনিংস। তার অপরাজিত ১১৪ রানে ভর করে প্রথম দিনটিতে ৪ উইকেটে ২৫৮ রান তুলে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষের চার উইকেটের সব নিয়েছেন টাইগার তিন স্পিনার। অফ স্পিনার নাঈম নেন ২টি এবং একটি করে নেন দুই বাঁ হাতি স্পিনার তাইজুল ও সাকিব। অর্থনৈতিক মন্দায় পুরোপুরি বিপর্যস্ত শ্রীলঙ্কার জনজীবন। ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিবেশ দ্বীপরাষ্ট্রের। এমন কঠিন অবস্থায় ক্রিকেট খেলতে মানসিক শক্তি থাকা চাই। লড়াকু মানসিকতায় বলিয়ান শ্রীলঙ্কান ক্রিকেটাররা গতকাল টস জিতে ব্যাটিং করে। দিন শেষ করে ম্যাথিউসের সেঞ্চুরিতে। ১১৪ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ২৪১ বলে ১৪ চার ও এক ছক্কায়। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ কারুণারতেœ ২৩ রানের ভীত দেন। নাঈমের অফ স্পিনে লেগ বিফোর হন লঙ্কান অধিনায়ক করুণারতেœ। আরেক ওপেনার ফার্নান্দো সাজঘরে ফিরেন দলীয় ৬৬ রানে। দুই ওপেনারকে হারিয়ে ৭৩ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত ৪১ ওভারে স্কোর বোর্ডে কুশল মেন্ডিস ও ম্যাথিউস জুটি বেঁধে যোগ করেন ৮৫ রান। চা বিরতির পর প্রথম বলেই আউট হন মেন্ডিস ব্যক্তিগত ৫৪ রানে। দলীয় ১৮৩ রানে সাজঘরে ফিরেন কুশল ধনঞ্জয়। এরপর ম্যাথিউস পঞ্চম উইকেটে জুটি বাঁধেন দিনের চান্দিমালের সঙ্গে। দুজনে অবিচ্ছিন্ন থেকে দিন পার করেন স্কোর বোর্ডে ৭৫ রান যোগ করেন। মেন্ডিস সেঞ্চুরি করেন এবং চান্দিমল অপরাজিত রয়েছেন ৩৪ রানে। ম্যাথিউসের দৃঢ়তার দিনের ২ উইকেট নিয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা নাঈম। অফ স্পিনার লঙ্কান অধিনায়ক কারুণারতেœকে ছাড়াও আউট করেন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোকে। দুটি সিরিজ মিস করে খেলতে নামা সাকিব আউট করেন ধনাঞ্জয়কে। করোনাভাইরাসের জন্য দেশসেরা স্পিনারের খেলার কথা ছিল না। পরে করোনা নেগেটিভ হলে খেলেন সাকিব এবং দারুণ বোলিং করেন গতকাল প্রথম দিন। ১৯ ওভারের স্পেলে ৭ মেডেনসহ ২৭ রানের খরচে নেন ১ উইকেট। বাকি উইকেটটি নেন তাইজুল।
শিরোনাম
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
- সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা
- জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে তরুণীদের বিক্ষোভ
- শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল
- ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
ম্যাথিউসের সেঞ্চুরি প্রথম দিনেই
শ্রীলঙ্কা ৪ উইকেটে ২৫৮
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর