ম্যাচ শুরুর আগে এন্ড্রু সাইমন্ডসের অকাল মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার। ক্রিকেট বিশ্বের এমন শোকের দিনে ব্যাট হাতে নিজেকে রাঙিয়েছেন অ্যাঞ্জেলি ম্যাথিউস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রের সাবেক অধিনায়ক গতকাল স্বাগতিক তিন স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও নাঈম হাসানের ঘূর্ণিকে সামলে তুলে নিয়েছেন ৯৫ টেস্ট ক্যারিয়ারের ১২ নম্বর সেঞ্চুরি। যা বাংলাদেশের বিপক্ষে প্রথম তিন অংকের জাদুকরী ইনিংস। তার অপরাজিত ১১৪ রানে ভর করে প্রথম দিনটিতে ৪ উইকেটে ২৫৮ রান তুলে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষের চার উইকেটের সব নিয়েছেন টাইগার তিন স্পিনার। অফ স্পিনার নাঈম নেন ২টি এবং একটি করে নেন দুই বাঁ হাতি স্পিনার তাইজুল ও সাকিব। অর্থনৈতিক মন্দায় পুরোপুরি বিপর্যস্ত শ্রীলঙ্কার জনজীবন। ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিবেশ দ্বীপরাষ্ট্রের। এমন কঠিন অবস্থায় ক্রিকেট খেলতে মানসিক শক্তি থাকা চাই। লড়াকু মানসিকতায় বলিয়ান শ্রীলঙ্কান ক্রিকেটাররা গতকাল টস জিতে ব্যাটিং করে। দিন শেষ করে ম্যাথিউসের সেঞ্চুরিতে। ১১৪ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ২৪১ বলে ১৪ চার ও এক ছক্কায়। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ কারুণারতেœ ২৩ রানের ভীত দেন। নাঈমের অফ স্পিনে লেগ বিফোর হন লঙ্কান অধিনায়ক করুণারতেœ। আরেক ওপেনার ফার্নান্দো সাজঘরে ফিরেন দলীয় ৬৬ রানে। দুই ওপেনারকে হারিয়ে ৭৩ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত ৪১ ওভারে স্কোর বোর্ডে কুশল মেন্ডিস ও ম্যাথিউস জুটি বেঁধে যোগ করেন ৮৫ রান। চা বিরতির পর প্রথম বলেই আউট হন মেন্ডিস ব্যক্তিগত ৫৪ রানে। দলীয় ১৮৩ রানে সাজঘরে ফিরেন কুশল ধনঞ্জয়। এরপর ম্যাথিউস পঞ্চম উইকেটে জুটি বাঁধেন দিনের চান্দিমালের সঙ্গে। দুজনে অবিচ্ছিন্ন থেকে দিন পার করেন স্কোর বোর্ডে ৭৫ রান যোগ করেন। মেন্ডিস সেঞ্চুরি করেন এবং চান্দিমল অপরাজিত রয়েছেন ৩৪ রানে। ম্যাথিউসের দৃঢ়তার দিনের ২ উইকেট নিয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা নাঈম। অফ স্পিনার লঙ্কান অধিনায়ক কারুণারতেœকে ছাড়াও আউট করেন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোকে। দুটি সিরিজ মিস করে খেলতে নামা সাকিব আউট করেন ধনাঞ্জয়কে। করোনাভাইরাসের জন্য দেশসেরা স্পিনারের খেলার কথা ছিল না। পরে করোনা নেগেটিভ হলে খেলেন সাকিব এবং দারুণ বোলিং করেন গতকাল প্রথম দিন। ১৯ ওভারের স্পেলে ৭ মেডেনসহ ২৭ রানের খরচে নেন ১ উইকেট। বাকি উইকেটটি নেন তাইজুল।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
ম্যাথিউসের সেঞ্চুরি প্রথম দিনেই
শ্রীলঙ্কা ৪ উইকেটে ২৫৮
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর