ম্যাচ শুরুর আগে এন্ড্রু সাইমন্ডসের অকাল মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার। ক্রিকেট বিশ্বের এমন শোকের দিনে ব্যাট হাতে নিজেকে রাঙিয়েছেন অ্যাঞ্জেলি ম্যাথিউস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রের সাবেক অধিনায়ক গতকাল স্বাগতিক তিন স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও নাঈম হাসানের ঘূর্ণিকে সামলে তুলে নিয়েছেন ৯৫ টেস্ট ক্যারিয়ারের ১২ নম্বর সেঞ্চুরি। যা বাংলাদেশের বিপক্ষে প্রথম তিন অংকের জাদুকরী ইনিংস। তার অপরাজিত ১১৪ রানে ভর করে প্রথম দিনটিতে ৪ উইকেটে ২৫৮ রান তুলে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষের চার উইকেটের সব নিয়েছেন টাইগার তিন স্পিনার। অফ স্পিনার নাঈম নেন ২টি এবং একটি করে নেন দুই বাঁ হাতি স্পিনার তাইজুল ও সাকিব। অর্থনৈতিক মন্দায় পুরোপুরি বিপর্যস্ত শ্রীলঙ্কার জনজীবন। ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিবেশ দ্বীপরাষ্ট্রের। এমন কঠিন অবস্থায় ক্রিকেট খেলতে মানসিক শক্তি থাকা চাই। লড়াকু মানসিকতায় বলিয়ান শ্রীলঙ্কান ক্রিকেটাররা গতকাল টস জিতে ব্যাটিং করে। দিন শেষ করে ম্যাথিউসের সেঞ্চুরিতে। ১১৪ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ২৪১ বলে ১৪ চার ও এক ছক্কায়। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ কারুণারতেœ ২৩ রানের ভীত দেন। নাঈমের অফ স্পিনে লেগ বিফোর হন লঙ্কান অধিনায়ক করুণারতেœ। আরেক ওপেনার ফার্নান্দো সাজঘরে ফিরেন দলীয় ৬৬ রানে। দুই ওপেনারকে হারিয়ে ৭৩ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত ৪১ ওভারে স্কোর বোর্ডে কুশল মেন্ডিস ও ম্যাথিউস জুটি বেঁধে যোগ করেন ৮৫ রান। চা বিরতির পর প্রথম বলেই আউট হন মেন্ডিস ব্যক্তিগত ৫৪ রানে। দলীয় ১৮৩ রানে সাজঘরে ফিরেন কুশল ধনঞ্জয়। এরপর ম্যাথিউস পঞ্চম উইকেটে জুটি বাঁধেন দিনের চান্দিমালের সঙ্গে। দুজনে অবিচ্ছিন্ন থেকে দিন পার করেন স্কোর বোর্ডে ৭৫ রান যোগ করেন। মেন্ডিস সেঞ্চুরি করেন এবং চান্দিমল অপরাজিত রয়েছেন ৩৪ রানে। ম্যাথিউসের দৃঢ়তার দিনের ২ উইকেট নিয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা নাঈম। অফ স্পিনার লঙ্কান অধিনায়ক কারুণারতেœকে ছাড়াও আউট করেন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোকে। দুটি সিরিজ মিস করে খেলতে নামা সাকিব আউট করেন ধনাঞ্জয়কে। করোনাভাইরাসের জন্য দেশসেরা স্পিনারের খেলার কথা ছিল না। পরে করোনা নেগেটিভ হলে খেলেন সাকিব এবং দারুণ বোলিং করেন গতকাল প্রথম দিন। ১৯ ওভারের স্পেলে ৭ মেডেনসহ ২৭ রানের খরচে নেন ১ উইকেট। বাকি উইকেটটি নেন তাইজুল।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে