ম্যাচ শুরুর আগে এন্ড্রু সাইমন্ডসের অকাল মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার। ক্রিকেট বিশ্বের এমন শোকের দিনে ব্যাট হাতে নিজেকে রাঙিয়েছেন অ্যাঞ্জেলি ম্যাথিউস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রের সাবেক অধিনায়ক গতকাল স্বাগতিক তিন স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও নাঈম হাসানের ঘূর্ণিকে সামলে তুলে নিয়েছেন ৯৫ টেস্ট ক্যারিয়ারের ১২ নম্বর সেঞ্চুরি। যা বাংলাদেশের বিপক্ষে প্রথম তিন অংকের জাদুকরী ইনিংস। তার অপরাজিত ১১৪ রানে ভর করে প্রথম দিনটিতে ৪ উইকেটে ২৫৮ রান তুলে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষের চার উইকেটের সব নিয়েছেন টাইগার তিন স্পিনার। অফ স্পিনার নাঈম নেন ২টি এবং একটি করে নেন দুই বাঁ হাতি স্পিনার তাইজুল ও সাকিব। অর্থনৈতিক মন্দায় পুরোপুরি বিপর্যস্ত শ্রীলঙ্কার জনজীবন। ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিবেশ দ্বীপরাষ্ট্রের। এমন কঠিন অবস্থায় ক্রিকেট খেলতে মানসিক শক্তি থাকা চাই। লড়াকু মানসিকতায় বলিয়ান শ্রীলঙ্কান ক্রিকেটাররা গতকাল টস জিতে ব্যাটিং করে। দিন শেষ করে ম্যাথিউসের সেঞ্চুরিতে। ১১৪ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ২৪১ বলে ১৪ চার ও এক ছক্কায়। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ কারুণারতেœ ২৩ রানের ভীত দেন। নাঈমের অফ স্পিনে লেগ বিফোর হন লঙ্কান অধিনায়ক করুণারতেœ। আরেক ওপেনার ফার্নান্দো সাজঘরে ফিরেন দলীয় ৬৬ রানে। দুই ওপেনারকে হারিয়ে ৭৩ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত ৪১ ওভারে স্কোর বোর্ডে কুশল মেন্ডিস ও ম্যাথিউস জুটি বেঁধে যোগ করেন ৮৫ রান। চা বিরতির পর প্রথম বলেই আউট হন মেন্ডিস ব্যক্তিগত ৫৪ রানে। দলীয় ১৮৩ রানে সাজঘরে ফিরেন কুশল ধনঞ্জয়। এরপর ম্যাথিউস পঞ্চম উইকেটে জুটি বাঁধেন দিনের চান্দিমালের সঙ্গে। দুজনে অবিচ্ছিন্ন থেকে দিন পার করেন স্কোর বোর্ডে ৭৫ রান যোগ করেন। মেন্ডিস সেঞ্চুরি করেন এবং চান্দিমল অপরাজিত রয়েছেন ৩৪ রানে। ম্যাথিউসের দৃঢ়তার দিনের ২ উইকেট নিয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা নাঈম। অফ স্পিনার লঙ্কান অধিনায়ক কারুণারতেœকে ছাড়াও আউট করেন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোকে। দুটি সিরিজ মিস করে খেলতে নামা সাকিব আউট করেন ধনাঞ্জয়কে। করোনাভাইরাসের জন্য দেশসেরা স্পিনারের খেলার কথা ছিল না। পরে করোনা নেগেটিভ হলে খেলেন সাকিব এবং দারুণ বোলিং করেন গতকাল প্রথম দিন। ১৯ ওভারের স্পেলে ৭ মেডেনসহ ২৭ রানের খরচে নেন ১ উইকেট। বাকি উইকেটটি নেন তাইজুল।
শিরোনাম
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
ম্যাথিউসের সেঞ্চুরি প্রথম দিনেই
শ্রীলঙ্কা ৪ উইকেটে ২৫৮
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর