গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর হামলা ঘটেছে। এতে সাকিসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কারের ইমরান ইমু, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, কার্যকরী সদস্য কামরুন নাহার ডলি, যুব অধিকার পরিষদের বায়েজিদ থানার আহ্বায়ক ডা. রাসেল, মহানগর ছাত্র অধিকার পরিষদের নাহিন ইসলাম গাজী, চট্টগ্রাম গণসংহতির জেলা হাসান মারুফ রুমী, চট্টগ্রাম মহানগর ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল। তবে ছাত্রলীগ বলছে, হাসপাতালে বিএম ডিপোর দগ্ধদের দেখতে এসে তারা প্রধানমন্ত্রী এবং সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাদের উস্কানিতে সাধারণ লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ছাত্রলীগ এবং সাধারণ লোকজন তাদের ধাওয়া দেয়। জানা যায়, গতকাল জোনায়েদ সাকী সীতাকুন্ডে বিএম কনেটইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধদের দেখতে আসেন। এরপর হাসপাতালের জরুরি বিভাগের গেটে গণসংহতির নেতা জোনায়েদ সাকী সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি কাঠামোগত হত্যাকান্ড বলে দাবি করেন। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী সাংবাদিকদের বলেন, সকালে আমরা সীতাকুন্ড গিয়েছিলাম। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে যাই। আমরা যখন গাড়িতে উঠি তখন তারা গাড়িতে হামলা করে। আমি গাড়িতে ছিলাম। ইট দিয়ে হামলা করেছে। নেতা-কর্মীদের গাড়ি থেকে নামিয়ে তাদের ওপর হামলা করেছে। এতে আমাদের ২০ জন আহত হয়েছেন। আমাদের সাতটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ সময় হামলার শিকার হন। পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রাজু বলেন, ‘হাসপাতালে বিএম ডিপোতে দগ্ধদের দেখতে এসে তারা প্রধানমন্ত্রী এবং সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাদের উসকানিমূলক বক্তব্য শুনে উপস্থিত সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরে ছাত্রলীগ এবং সাধারণ মানুষ তাদের ধাওয়া দেয়। পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাদেকুর রহমান বলেন, হাসপাতালে জোনায়েদ সাকীকে নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        