বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

ত্রাণ নিয়ে রাজনীতি কাম্য নয়

নিজস্ব প্রতিবেদক

ত্রাণ নিয়ে রাজনীতি কাম্য নয়

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পার্টির ত্রাণ কমিটির আহ্বায়ক এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ত্রাণ নিয়ে কোনো রাজনীতি হয় না। বন্যার্তদের কষ্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি কাম্য হতে পারে না। বন্যাদুর্গতদের জন্য আমরা কতটা করতে পারছি সেটাই বড় কথা। গতকাল পার্টির বনানী কার্যালয়ে ত্রাণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাওলাদার বলেন, জাতীয় পার্টির নেতা-কর্মীরা বন্যার শুরু থেকেই স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ করছে। পার্টি চেয়ারম্যান ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। আমরা আরও ব্যাপক পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু করছি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, এনাম জয়নাল আবেদীন, সৈয়দ ইফতেখার আহসান হাসান, সুমন আশরাফ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর