শিরোনাম
মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা
খুনোখুনি চলছেই

স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষককে হত্যা ছাত্রের

সাভার প্রতিনিধি

স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষককে হত্যা ছাত্রের

উৎপল কুমার

আশুলিয়ায় এক কলেজশিক্ষককে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে ওই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইলে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করা হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে জিতুর গ্রেফতার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মামলার এজাহারসূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ জিতু স্কুলের ছাত্রীদের ইভ টিজিং করে আসছিল। এ বিষয়ে  প্রতিষ্ঠানের শিক্ষক উৎপল কুমার সরকার জিতুকে সতর্ক করেন। এরই জেরে শনিবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে জিতু উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সাভার এনাম মেডিকেলে নিয়ে আইসিইউতে রাখা হয়। গতকাল সকালে তিনি মারা যান। এদিকে গতকাল বিকালে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা জিতুর গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে জিতুকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়ায় থানায় মামলা করেছেন নিহতের বড় ভাই। অভিযুক্ত ছাত্র জিতুকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কেন ওই ছাত্র শিক্ষকের ওপর হামলা চালিয়েছিল তা তদন্ত করা হচ্ছে।’

সর্বশেষ খবর