বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় এবার হামলা, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ১০-১৫ ব্যক্তির হামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা পণ্ড হয়ে গেছে। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলীসহ অন্তত ৩০ জন কর্মী আহত হন। স্বেচ্ছাসেবক দল বলছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে শহরের ঝিলটুলীর অম্বিকা মেমোরিয়াল হলে জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু এবং ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান শামীমের নেতৃত্বে রামদা, লোহার রড, বাটাম, লাটিসজ্জিত হয়ে এ হামলা চালানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে অম্বিকা হলচত্বরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর বেলুন উড়িয়ে হলে ঢুকে নেতৃবৃন্দ আসন গ্রহণ করেন। ওই সময় হামলার ঘটনা ঘটে। ফরিদপুর পৌরসভার ২০ নম্বর কাউন্সিলর মতিউর রহমান বলেন, জেলা যুবলীগের নেতা-কর্মীরা অম্বিকা হলচত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সমবেত হয়েছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। পরে আমি শুনতে পাই যে, হলে হামলা হয়েছে, ভাঙচুর হচ্ছে। এ খবর শুনে আমি পৌরসভার মালিকানাধীন হলটি রক্ষা করতে এগিয়ে যাই, খবর দেই ওসি কোতোয়ালিকে।  হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

সর্বশেষ খবর