মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

একাধিক এলাকা ইউক্রেন বাহিনীর পুনর্দখলে

প্রতিদিন ডেস্ক

রুশ বাহিনী চলে যাওয়ার পর গতকাল ইউক্রেনের দক্ষিণাঞ্চলে দিনিপ্রো নদীর পশ্চিম তীরের গ্রামগুলো ইউক্রেনীয় বাহিনী পুনর্দখল করেছে। রুশ কর্তৃপক্ষও এ খবরের স্বীকৃতি দিয়েছে। সূত্র : রয়টার্স।

খেরসন প্রদেশে রাশিয়া সমর্থিত প্রশাসনিক প্রধান ভøাদিমির সালদো রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ইউক্রেনীয় বাহিনী দিনিপ্রো নদীর তীরবর্তী বেশ কিছু এলাকা দখলমুক্ত করেছে। তারা দুদচানি গ্রাম পর্যন্ত পৌঁছেছে।

খবরে বলা হয়, এর মানে হলো ইউক্রেনীয় বাহিনী এক দিনে প্রায় ৪০ কিলোমিটার অগ্রসর হয়েছে। তবে আসলেই ইউক্রেনীয় বাহিনী কতটুকু অগ্রসর হয়েছে, সে ব্যাপারে রাশিয়া কিছু নিশ্চিত করেনি। ওই এলাকার পরিস্থিতি নিয়ে কিয়েভ পুরোপুরি নীরব ভূমিকা পালন করছে। তবে রাশিয়ার সামরিক বাহিনী নিয়ে ব্লগ লেখেন এমন মানুষেরা বলছেন, তারা একটি ইউক্রেনীয় ট্যাংককে ওই নদীর তীরবর্তী  বেশ কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত অগ্রসর হতে দেখেছেন। এ ছাড়া আনতোন গেরাশশেনকো নামের ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে তিনি বলেছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি একজন ইউক্রেনীয় সেনা।

সর্বশেষ খবর