বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আয়-ব্যয়ের তথ্য দিতেই হবে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আয়-ব্যয়ের তথ্য দিতেই হবে

টানা তিন বছরের আইনি লড়াইয়ে ধরাশায়ী হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ছয় বছর তিনি আয়-ব্যয়ের আলোকে কত ডলার ট্যাক্স পরিশোধ করেছেন- সেই তথ্য এখন কংগ্রেসকে জানাতে পারবে আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস)। সুপ্রিম কোর্ট ২২ নভেম্বর এ রায় দিয়েছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ‘ওয়েজ অ্যান্ড মিন্স কমিটি’র পক্ষ থেকে ট্রাম্পের আয়-ব্যয়ের প্রকৃত তথ্য জানতে চেয়েছিল ২০১৯ সালে। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে বিশেষ ক্ষমতাবলে ট্রাম্প তা দিতে অস্বীকার করেছিলেন। এরপর ওয়েজ অ্যান্ড মিন্স কমিটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ট্রাম্প আত্মপক্ষ সমর্থন করার সময় যুক্তি উপস্থাপন করেন যে, তার আয়-ব্যয়ের ওপর ট্যাক্স প্রদানের তথ্য জনসম্মুখে প্রকাশের মাধ্যমে মহলবিশেষ রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।

সুপ্রিম কোর্টের সর্বশেষ রুলিংয়ের মাধ্যমে ট্রাম্পের ট্যাক্স রিটার্নের তথ্য ডেমোক্র্যাট-শাসিত প্রতিনিধি পরিষদ দ্রুত পেয়ে যাবে। নতুন বছরের প্রথম সপ্তাহে প্রতিনিধি পরিষদের নেতৃত্ব রিপাবলিকানরা পাওয়ার আগেই ট্রাম্পের ট্যাক্স ফাঁকির বিস্তারিত তথ্য ডেমোক্র্যাটরা পেলে তা হবে সামনের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিব্রত করার ক্ষেত্রে বড় ধরনের হাতিয়ার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর