সন্ধ্যায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ। রাতে আর্জেন্টিনা নেদারল্যান্ডস। ধন্ধে পড়ে গেছেন দর্শকরা। কোন ম্যাচ দেখবেন? নেইমারের ঝড়, না লিওনেল মেসির ম্যাজিক! একদিকে হলুদের সাগর অন্যদিকে নীলের। কোন সাগরে ফুটবল আনন্দে ডুবে যাবেন দর্শকরা! দ্বিধা দ্বন্দ্ব থাকলেও গতকাল কেউ ছুটলেন ব্রাজিলের ম্যাচে কেউ গেলেন আর্জেন্টিনার খেলা দেখতে। তবে ফেবারিটের ম্যাচকে কেন্দ্র করে গতকাল দিনভর কাতারের রাজধানী দোহায় ছিল দারুণ ফুটবল উন্মাদনা। একদিনে বিশ্বকাপে দুই ফেভারিটের ম্যাচ থাকায় অনেক সমর্থকই ইচ্ছে পূরণ করতে পারেননি। সৌদি আরব থেকে আশা মোহাম্মদ নামের এক সমর্থক বলছিলেন তিনি আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলেরই ম্যাচ দেখতে চান। কিন্তু একই দিনে দুই দলের খেলা থাকায় একটা ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন তিনি। যাচ্ছিলেন এডুকেশন সিটি স্টেডিয়ামের দিকে। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ দেখতে। অনেকেই ব্রাজিলের ম্যাচ দেখতে চাইলেও পেয়েছেন আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের টিকিট। তারা গেছেন লুসাইল আইকনিক স্টেডিয়ামে। এ দর্শকদের মতোই আরও অনেক সমর্থক গতকাল ইচ্ছে পূরণ করতে পারেননি। একটা ম্যাচ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে গতকাল দুই দলের সমর্থকরাই দারুণ এক ম্যাচ দেখার অপেক্ষায় আছেন বলে জানালেন। বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। সেমিফাইনালে সে লড়াই হবে কি না তা এতক্ষণে জেনেছেন সবাই। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ব্রাজিল ছিল চ্যাম্পিয়ন হওয়ার তালিকায় শীর্ষ ফেভারিট। এই তালিকায় আর্জেন্টিনার নামও ছিল। দুটো দলই বিশ্বকাপে নিজেদের সামর্থের প্রমাণ দিয়েছে। ব্রাজিল উপহার দিয়েছে সাম্বা ছন্দের ফুটবল। অন্যদিকে আর্জেন্টিনার শৈল্পিক সন্দেহ মুগ্ধ ফুটবলপ্রেমীরা।
মরুর বুকে ফুটবল নিয়ে ঝড় তোলেন নেইমার। অন্যদিকে বাম পায়ের জাদুতে দর্শকদের মোহিত করে রাখেন লিওনেল মেসি।
গতকাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের কোনোটারই টিকিট পাননি অনেকে। ইরাক থেকে আসা নাজনীন নামের এক সমর্থক জিজ্ঞেস করছিলেন, কোথায় টিকিট পাওয়া যাবে? তার কাছে কোনো ম্যাচেরই টিকিট ছিল না। ভীষণ মন খারাপ। কী করবেন তাহলে? জিজ্ঞেস করতেই বললেন, অগত্যা ফ্যান জোনে খেলা দেখব। নাজনীনের মতো অসংখ্য ফুটবল সমর্থক গতকাল আলবিদা পার্কের ফ্যান জোনে বসে খেলা দেখেছেন। উপভোগ করেছেন নেইমারের সাম্বা ছন্দ ও লিওনেল মেসির বাম পায়ের জাদু।