ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে চলমান অস্থিরতা প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত। বিচার বিভাগ স্বাধীন, বিষয়টি হাই কোর্ট তার এখতিয়ারের মধ্যে নিয়েছে। এ বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। তারা যদি আমার কাছে আসত তাহলে এ সমস্যার সম্মুখীন হতে হতো না।
গতকাল কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী জেলার আখাউড়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ আটক সিনিয়র নেতাদের জামিন বিষয়ে বলেন, আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে শুনেছি যে, হাই কোর্টে যে জামিন দেওয়া হয়েছিল, সেখানে কিছু আইনের ব্যত্যয় ঘটেছে। সে জন্য তিনি আপিল বিভাগে গেছেন। কসবা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হান্নান সভায় সভাপতিত্ব করেন। সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পৌরসভার মেয়র এমজি হাক্কানী।