লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। অথচ হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের সমর্থকদের উৎসব, উচ্ছ্বাস দেখে মনে হয়েছে বিশ্বকাপ যেন তারাই জিতেছে। ভুভুজেলা বাজিয়ে আনন্দ, উচ্ছ্বাস-মন ছুঁয়েছে আর্জেন্টাইনদের। লিওনেল মেসি, লিওনেল স্কালোনি, ডি মারিয়াদের প্রতি বাংলাদেশের অফুরন্ত সমর্থনের চিত্র আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন বাঁধভাঙা উচ্ছ্বাসে আর্জেন্টাইনরা এতোটাই আপ্লুত হয়ে পড়ে, দেশটির রাজধানী বুয়েন্স আইরিশে বাংলাদেশের পতাকা উড়িয়ে উৎসব করেছে জনগণ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমর্থন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। বিশ্বকাপ চলাকালীন মিডিয়ার মুখোমুখিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ স্কালোনি প্রশংসা করেছেন বাংলাদেশের জনগণের। এরপর থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইছে আর্জেন্টিনাকে আনার। গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে মেসির আর্জেন্টিনা আসবে বাংলাদেশে, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’ খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বাফুফে সংস্কার কাজ করার জন্য। আর্জেন্টিনা এর আগে ২০১১ সালে ঢাকায় এসেছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই ম্যাচে নাইজেরিয়াকে হারিয়েছিল ৩-১ গোলে।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া