লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। অথচ হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের সমর্থকদের উৎসব, উচ্ছ্বাস দেখে মনে হয়েছে বিশ্বকাপ যেন তারাই জিতেছে। ভুভুজেলা বাজিয়ে আনন্দ, উচ্ছ্বাস-মন ছুঁয়েছে আর্জেন্টাইনদের। লিওনেল মেসি, লিওনেল স্কালোনি, ডি মারিয়াদের প্রতি বাংলাদেশের অফুরন্ত সমর্থনের চিত্র আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন বাঁধভাঙা উচ্ছ্বাসে আর্জেন্টাইনরা এতোটাই আপ্লুত হয়ে পড়ে, দেশটির রাজধানী বুয়েন্স আইরিশে বাংলাদেশের পতাকা উড়িয়ে উৎসব করেছে জনগণ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমর্থন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। বিশ্বকাপ চলাকালীন মিডিয়ার মুখোমুখিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ স্কালোনি প্রশংসা করেছেন বাংলাদেশের জনগণের। এরপর থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইছে আর্জেন্টিনাকে আনার। গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে মেসির আর্জেন্টিনা আসবে বাংলাদেশে, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’ খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বাফুফে সংস্কার কাজ করার জন্য। আর্জেন্টিনা এর আগে ২০১১ সালে ঢাকায় এসেছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই ম্যাচে নাইজেরিয়াকে হারিয়েছিল ৩-১ গোলে।
শিরোনাম
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
মেসিরা ঢাকায় আসছেন জুনে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর