বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চীনকে হুঁশিয়ারি বাইডেনের

প্রতিদিন ডেস্ক

চীনকে হুঁশিয়ারি বাইডেনের

প্রেসিডেন্সির গুরুত্বপূর্ণ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসে এটা তিনি দ্বিতীয় বারের মতো দিলেন। বক্তব্যে ইউক্রেন যুদ্ধ এবং চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন তিনি। পাশাপাশি মার্কিনিদের এক হওয়ার তাগিদ দিয়েছেন। তার বক্তব্য শুনেছেন লাখ লাখ মার্কিনি। ভাষণে তিনি বলেছেন, আমেরিকা ফার্স্ট। পররাষ্ট্রনীতি লাস্ট। অর্থাৎ পররাষ্ট্রনীতির আগে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবে যুক্তরাষ্ট্র। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের জন্য চীনের নজরদারি বেলুন ছিল বিশাল এক খবর। কিন্তু এ বিষয়টি প্রেসিডেন্ট বাইডেনের ভাষণে খুব কমই উল্লেখ করা হয়েছে। ভাষণের শেষ তৃতীয়াংশের শেষের দিকে এ প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। সূত্র : সিএনএন, আলজাজিরা।

তিনি বলেন, গত সপ্তাহে আমরা পরিষ্কার করে বলেছি যে, যদি চীন আমাদের সার্বভৌমত্বে হুমকি হয়, আমরাও আমাদের দেশকে সুরক্ষিত রাখতে ব্যবস্থা নেব এবং সেটাই করেছি। বেলুন নিয়ে তার মন্তব্য এতটুকুই ছিল। পররাষ্ট্রনীতি নিয়ে তিনি যা বলেছেন তার বেশির ভাগই ছিল গত বছরের। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে। এ যুদ্ধ প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘যতক্ষণ প্রয়োজন রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন-সহায়তা করে যাবে।’ জো বাইডেন তার দেশে নিয়োজিত ইউক্রেনের রাষ্ট্রদূতকে উদ্দেশ করে বলেন, আমরা তোমাদের পাশে রয়েছি যতক্ষণ প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শুধু ইউরোপে নয় বরং সমগ্র বিশ্বব্যাপী অধিক স্বাধীনতা, সম্মান এবং শান্তির জন্য কাজ করছে। চীন প্রসঙ্গে বাইডেন আরও বলেন, চীনের সঙ্গে প্রতিযোগিতায় আমরা সংঘাত চাই না। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে ওয়াশিংটন বেইজিংয়ের বিরুদ্ধে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাইডেন বলেন, ‘এর আগেও স্পষ্ট করে বলেছি, চীন আমাদের সার্বভৌমত্বের হুমকি হলে দেশ রক্ষায় যা করা প্রয়োজন আমরা তা করব, অতীতেও করেছি। উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় একটি চীনা বেলুন শনাক্ত হয়। মার্কিন সেনাবাহিনী এই বেলুনকে ‘নজরদারি বেলুন’ হিসেবে উল্লেখ করে। চীনের এমন কর্মকাণ্ডে বিরোধী দল রিপাবলিকান পার্টি থেকে ব্যাপক চাপে ছিলেন বাইডেন। অবশ্য শনিবার বাইডেনের নির্দেশে বেলুনটি যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়।

 

সর্বশেষ খবর