বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ফের সব আদালত বর্জনে আইনজীবীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুই বিচারকসহ নাজিরের অপসারণের দাবি আদায় না হওয়ায় আবারও ব্রাহ্মণবাড়িয়ার সব আদালত বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি। এতে গতকাল সকাল থেকে কোনো আদালতেই বিচারিক কাজে অংশ নেননি তারা। আইনজীবী সমিতি ভবনে অবস্থান নিয়ে তারা সময় অতিবাহিত করে। এতে দূর-দূরান্ত থেকে আগত বিচারপ্রত্যাশীরা হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। ৭ ফেব্রুয়ারি ষষ্ঠ দফায় বাড়ানো কর্মসূচির শেষ দিনেও দাবি পূরণ না করায় দুই আদালতের পরিবর্তে আবারও সব আদালত বর্জনের ডাক দেয় আইনজীবী সমিতি। সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঞা বলেন, দাবি আদায়ে আইনমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আইনজীবীরা জেলা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত ছাড়া বাকি আদালতে যাওয়া শুরু করেছিল। কিন্তু আইনমন্ত্রীর আশ্বাস মতো বিষয়গুলোর বাস্তবায়ন না হওয়ায় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর