শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বৈষম্যে ম্লান মুক্তিযুদ্ধের চেতনা

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যে ম্লান মুক্তিযুদ্ধের চেতনা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়ে যাচ্ছে। দেশে ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়ে যাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গতকাল জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের। সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ নেতারা বক্তব্য দেন।

জি এম কাদের বলেন, সরকারি দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করা যায় না। এমনকি শোনা যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি, শিক্ষক বদলি ও নিয়োগে রাজনৈতিক বিবেচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও দুঃশাসনে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশের মানুষের সম্মান, সম্পদ ও জীবনের নিরাপত্তা নেই। এমন একটি দেশের জন্য মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি। দেশের বেশির ভাগ মানুষ মানসম্মত শিক্ষা ও চিকিৎসা পাচ্ছে না। বৈষম্যের কারণে দেশে শোষক ও শোষিত শ্রেণির সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সংস্কৃতি একটি জাতির পরিচয়। সংস্কৃতিকে ভিত্তি করেই জাতীয়তা ও রাষ্ট্র গঠন হয়। কিন্তু দুঃখজনকভাবে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলছি। ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে।

 

সর্বশেষ খবর