শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গণমুখী রাষ্ট্র প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

গণমুখী রাষ্ট্র প্রয়োজন

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রয়োজন। দেশে প্রায় ৭ কোটি মানুষ ক্ষুধাপীড়িত। তারা তিন বেলা প্রয়োজনীয় খাবার জোগাড় করতে পারছে না। এই বিরাট জনগোষ্ঠী সরকারের তথাকথিত উন্নয়নের মহাসড়কের বাইরে অবস্থান করছে। গতকাল রাজধানীর পল্টন মোড়ে জেএসডি আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব, মোহাম্মদ সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী, কে এম জাবির, আনোয়ারুল হক প্রমুখ। রব আরও বলেন, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় দারিদ্র্যসীমার নিচে এবং বিপর্যস্ত জনগোষ্ঠীর শিক্ষা, মৌলিক স্বাস্থ্যব্যবস্থার অভাবসহ নানামুখী বঞ্চনা নিয়ে চিন্তাভাবনার প্রতিফলন ক্ষমতাসীন দলের রাজনীতিতে নেই। কয়েক কোটি মানুষের দীর্ঘস্থায়ী অপুষ্টিতে মনোযোগ দেওয়া হচ্ছে না। বঞ্চিতদের সমস্যা দূর করতে সম্পদের বণ্টনে সরকার উদাসীন। লুটপাট ও অর্থ পাচার অব্যাহত রাখতে এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকারবিরোধী দলের সমাবেশে হামলা করে আন্দোলন স্তব্ধ করতে চাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে গণমুখী রাষ্ট্র নির্মাণ অনিবার্য হয়ে পড়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর