বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি গণতান্ত্রিক মেক্সিকো

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি গণতান্ত্রিক মেক্সিকো

গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার পরিপ্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ক্ষোভের সঙ্গে মঙ্গলবার বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি গণতান্ত্রিক মেক্সিকো। মেক্সিকোর চেয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা যে দুর্বল, তার প্রমাণও রয়েছে আমার কাছে।’ উল্লেখ্য, মেক্সিকোর নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে সে দেশের মানবাধিকার সংস্থা, এনজিও, মিডিয়া ও সুশীলসমাজের সমালোচনার সঙ্গে সুর মিলিয়েছে মার্কিন প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনের বাজেট কাটছাঁট করার অর্থ হবে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্যতম একটি বাধা। এর ফলে গণতান্ত্রিক ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়তে পারে। একই সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেদ প্রাইস সোমবার এক বিবৃতিতে অবশ্য উল্লেখ করেন, ‘আমরা মেক্সিকোর সার্বভৌমত্বকে সম্মান করি।’ এরপর বাইডেন প্রশাসনের উদ্দেশে মেক্সিকান প্রেসিডেন্ট হুংকার ছেড়ে বলেছেন, ‘যদি তারা এ ইস্যুতে বিতর্ক করতে চায় তবে আসুন এটি করি।’ প্রসঙ্গত, দুই দেশের মধ্যকার সম্পর্কে এমন উত্তেজনা তৈরি হয়েছে গত সপ্তাহে মেক্সিকো সিনেটে পাস হওয়া একটি বিলের পরিপ্রেক্ষিতে। সেটি আইনে পরিণত হলে নির্বাচন কমিশনের বাজেট কমে যাবে, কর্মচারীরাও বেতন পাবেন কম। একই সঙ্গে ভোট কেন্দ্রগুলো তদারকির জন্য যারা কাজ করেন, তাদের ট্রেনিং সংকুচিত হবে অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্তগুলোর বিলুপ্তি ঘটতে পারে বলে মন্তব্য করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

সর্বশেষ খবর